পূর্বধলায় মিথ্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ
-
Reporter Name
- Update Time : ০২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২
- ১১১ Time View

স্টাফ রিপোর্টারঃ
জোর পূর্বক জমি দখল, মামলা দিয়ে লাঞ্চিত করা এবং নিজের অনুগত সন্ত্রাসীদের দিয়ে মারপিট সহ নানান বিতর্কিত কর্মকান্ডের মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মামলাবাজ শামছুল আলম। এ নিয়ে স্থানীয়দের মাঝে সমালোচনা থাকলেও তিনি বীর মুক্তিযোদ্ধা হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে চায় না।
তবে তার অত্যাচারে অতিষ্ট একটি নিরীহ পরিবার গত (০১ নভেম্বর ২০২২) তারিখ জমি দখল এবং মারপিট করার ঘটনায় শামছুল আলম কে প্রধান আসামী করে পূর্বধলা থানায় মামলা দায়ের করলে প্রকাশ্যে মুখ খুলছেন ভুক্তভোগী অনেকেই। বেরিয়ে আসছে এই মামলাবাজ বিতর্কিত ব্যাক্তির কর্মকান্ডের নানান তথ্য।
স্থানীয়ভাবে প্রভাবশালী, দখলবাজ শামছুল আলম প্রতিবেশী শিল্পী আক্তার, স্বামী আবু সিদ্দিক এর পরিবার এর সাথে জমি সংক্রান্ত একটি বিরোধ কে কেন্দ্র করে বিগত বছরগুলো থেকে অদ্যবধি শিল্পী আক্তার এর পরিবার এর উপর কয়েক দফা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট, মারপিট করে। উপরন্তু এই পরিবারের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধের লক্ষে ফেসবুকে বিভিন্ন মানহানিকর স্ট্যাটাস সহ এই পর্যন্ত ৭ টি মিথ্যা মামলা দায়ের করেন যার ৩টা ইতিমধ্যে আদালত কর্তৃক খারিজ হয়েছে।
ভুক্তভোগী শিল্পী আক্তার জানান, শামছুল আলমের মারপিটে গুরুতর অসুস্থ লিমা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তার অপারেশন হয়েছে। আমার কলেজ পড়ুয়া ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে। তার শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।আমি প্রশাসনের কাছে এই মামলাবাজ জমি দখলকারীর বিচার দাবি করছি।
শামছুল আলমের বিরুদ্ধে জমি দখল প্রতিবেশীদের সাথে ঝগড়ার দরুন যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়া
সহ তার নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় শিল্পী আক্তার এবং তার পরিবার এর লোকজনকে মারধর করে জমি জবর দখলের ঘটনায় মামলা দায়ের হলেও এখনো তিনি আছেন বহাল তবিয়তে।
তবে অভিযোগ অস্বীকার করে শামছুল আলম বলেন, আমি কারো জমি দখল করিনি। আমি ঢাকায় আছি এইসব বিষয়ে আমাকে বিরক্ত করবেন না।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, শামছুল আলমের এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধাদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।
সত্তরোর্ধ এক বিধবা বৃদ্ধা জানান, শামছুল আলম এর মিথ্যা মামলায় আমাকেও আসামি করা হয়েছে। তিনি অসহায় দৃষ্টিতে চোখ মুছতে মুছতে বলেন, এই বয়সে জেল খাটার চেয়ে মরন অনেক ভালো। আমি প্রশাসনের কাছে এই মামলাবাজ শামছুল এর উপযুক্ত বিচার দাবি করছি।