শিরোনামঃ
,,পলকে পলকে,,,
-
Reporter Name
- Update Time : ০১:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
- ১০৫ Time View

পারভেজ মাসুদ,
পলকে পলকে হৃদয় আঁখিতে রেখেছি, তোমায় মন মন্দিরে,
হাজার বছর ঘুরে আসিবো আমি,
তোমারি তরে,,
শত জনমের চাওয়া পাওয়া
মোর প্রিয়া,,
হৃদয় হরণে তুমি,,
ওপার ভালোবাসা ,,
কাল নিশীতে কত রাত আমার,
কেটেছে নির্ঘুম,
তারার সাথে জেগে কথা বলা,
আমি এক অদম,,,
দিন রাত কাল আমি বড় একা,,
জোসনার আড়ালে,
হৃদয়ে এসে দাড়ালে,,
কত কথা স্মৃতিতে আজও মাখা,
দীপক চন্দ্রিমা সন্ধা তারায়,,
আজও আমি হারায়,,
সেই হাঁসি সেই কথায় ,,,
আমার ও মন মাজারে,,
তুমি য়ে মহা রাণী,
শূন্য তীরে বাসিয়া আমি
আজও খুজি,
আমার প্রিয়ার ছবি,,,
Tag :
কবিতা
জনপ্রিয়