পটিয়া ভবন মালিক সমিতির সাধারণ সভায় এম এ কাশেমকে সভাপতি ও আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন
-
Reporter Name
- Update Time : ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- ৯৫ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
পটিয়া ভবন মালিক সমিতির সাধারণ সভা গতকাল ১৮ই ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় পটিয়া নোঙ্গর রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন আহবায়ক মোঃ নুরুল ইসলাম ও সঞ্চলনা করেন সোহেল মোহাম্মদ নিজাম উদ্দীন। এসময় পটিয়া পৌরসভাস্থ ভবন মালিকদের উপস্থিতিতে সর্ব-সম্মতিক্রমে পূর্বের গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত করে, এম এ কাশেমকে সভাপতি ও আমির হোসাইকে সাধারণ সম্পাদক করে নব-গঠিত কমিটি ঘোষনা করা হয়। উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জনাব আমীর হোসেন, সহ-সভাপতি নুরুল ইসলাম ও সাবেক কমিশনার হাসান মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলহাসুর রহমান লিংকন ও আনোয়ার হোসেন, অর্থ-সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল মোহাম্মদ নিজাম উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ফয়েজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু মুছা, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবা আজমেরী মিষ্টি এবং কার্যকরী সদস্য জয়দেব বড়–য়া, গাজী আসিফ ইকবাল ও শহীদুল আলম কে নিয়ে ২ (দুই) বছর মেয়াদের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
এসময় পটিয়া পৌরসভাস্থ ভবন মালিকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- সম্মানিত পৌর মেয়র আইয়ুব বাবুল, এটিএম আবু তালেব, বাবু রাম শেখর নাথ, মাহাবুবুর রহমান, দিদারুল আলম, শফিউল আলম, আবু তাহের, আবদুর রহিম মিঠু, শফিকুল আলম বশর, শফিকুল ইসলাম, দীপক ধর, ফেরদৌস আলম চৌধুরী, তরিকুল ইসলাম, জয়নাল আবেদিন আবু, জাহাঙ্গীর আলম, নঈমুল ইসলাম, আনিসুর রহমান, এড. লুৎফর রহমান, মহিউদ্দিন আল-কাদেরী বাবু, নুরুল আলম, আমির হোসেন, মাহাবুবুল আলম, সেলিম উল্লাহ, আবুল কাসেম, আবুল কালাম, নুর মোহাম্মদ, মোহাম্মদ ইউসুফ, সোহরার হোসেন, শাহনেওয়াজ, আবুল খায়ের খোকন, নাঈম রুবেল, ফজলুল করিম, রাশেদ করিম, আবদুল মতিন, লোকমান হাকিম, আবুল হাসান সহ আরো অনেকে।
উপস্থিত বক্তারা জানান- পটিয়াতে ব্যবসার সুন্দর পরিবেশ সৃষ্টি করা এবং ভাড়াটিয়া ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করাই পটিয়া ভবন মালিক সমিতির উদ্দেশ্যে। সমিতির সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে নব গঠিত কমিটির সভাপতি-সাধারন সম্পাদক আশা ব্যাক্ত করেন।