নবাবগঞ্জে স্কাউট গ্রুপে অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী বার্ষিক তাবুবাস ও ব্যাজ ক্যাম্প”
-
Reporter Name
- Update Time : ০২:২৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- ১২৩ Time View

নিজেস্ব প্রতিনিধি, নবাবগঞ্জ, ঢাকা।
বাংলাদেশ স্কাউটস,নবাবগঞ্জ উপজেলা, কলাকোপা কোকিলপ্যাারী হাই স্কুল স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বার্ষিক তাবুবাস ও ব্যাজ ক্যাম্প।
অনুষ্ঠানের সমপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস,নবাবগঞ্জ উপজেলার সম্মানিত কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহ্ জালাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত অভিভাবক সদস্যবৃন্দ রাকিবুল ইসলাম রয়েল, আল মেরাজ মাস্টার, মোঃ শহীদুল ইসলাম। আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা নির্বাহী কমিটির সম্মানিত সহযোজিত সদস্য জনাব আমজাদ হোসেন, ইউনিট লিডার ও সিনিয়র শিক্ষক বারুয়াখালী উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক,শিক্ষক সমাজের আইকন জনাব মোঃ শাহ আলম। অতিথিবৃন্দ ৮টি উপদলের মোট ৬৪ জন স্কাউটস এর তাবুর বিভিন্ন গ্যাজেট পরিদর্শন করে তাদের কার্যক্রমের ব্যাপক প্রশংসা করে বলেন দলটি বাংলাদেশর জাতীয় পর্যায়ের সীমা পেরিয়ে আর্ন্তজাতী পর্যায় এশিয়া প্যাসেফিক জাম্বুরীতে(APR) অংশ নিবে এটা বিদ্যালয়ের জন্য অত্যান্ত গর্বের পড়া লিখার পাশাপাশি খেলাধুলায় জাতীয় পর্যায় চ্যাম্পিয়নসহ এ সমস্ত কার্যক্রম এর জন্যই শিক্ষা মন্ত্রণায় কর্তৃক বিদ্যালয়টি দুইবার ঢাকা জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের মুকোট অর্জন করেছেন।
বিদ্যালযের প্রধান শিক্ষক স্কাউটস এর কার্যক্রমের প্রশংসা সহ জাতীয় পর্যায় মনোনিত ০৪ জন স্কাউটের প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডে প্রাপ্তির আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে তাবুবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।