ধোবাউড়ায় বেগম রোকেয়া দিবসে ৫জন জয়িতা নারী সম্মাননা পেলেন।
-
Reporter Name
- Update Time : ০৮:৩২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- ১৪৬ Time View

ধোবাউড়া প্রতিনিধি আব্দুল মতিন মাসুদ:
ময়মনসিংহ ধোবাউড়ায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ধোবাউড়ায় ৫ জন মহিয়সী নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ টি ক্যাটাগরিতে তাদেরকে এই সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে ২০ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।সম্মাননা প্রাপ্তদের মাঝে কলসিন্দুর সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও কলসিন্দুর নারী ফুটবল টিমের ম্যানেজার মালা রাণী সরকার। এসময় অ্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,ধোবাউড়া আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার,ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শেল সিসাম।
জয়িতা সম্মাননা পেলেন যারা।
১। মালা রাণী সরকার-সমাজ উন্নয়নে ভূমিকা রাখায়।
২।মমতাজ বেগম- সফল জননী নারী
৩।রাবেয়া আক্তার কানন- শিক্ষা ক্ষেত্রে
৪।মাহমুদা আক্তার রানু- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন(উদ্যাক্তা)
৫।আলেহা খাতুন- বিভিষীকা মুছে সফল নারী।