তারাকান্দায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
-
Reporter Name
- Update Time : ১২:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- ১৩৩ Time View

মো: শামীম হোসাইন তারাকান্দা, প্রতিনিধি
তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’। এই প্রতি প্রাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ শে সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনের শুরুতে উপজেলা প্রাঙ্গণ র্যালি ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরাজি ডা. মোঃ মাহবুবুল আলম মঞ্জু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আহমেদ প্রমূখ।
এছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।