তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন শেষে যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ করেন -আব্দুল কুদ্দুস
-
Reporter Name
- Update Time : ০৮:৫৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ২৫ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ সারা দেশের ন্যায় ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন। অবস্থান কর্মসূচি পালন শেষে বিভিন্ন পেশাজীবি মানুষজন সহ যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ হয়। জানা গেছে, ৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ উপলক্ষে ১লা জুন রোজ রবিবার সকাল ১১.৩০ ঘটিকায় উশিকা সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে ডাব্লিউ বিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরুধী জোট ও বাংলাদেশ তামাক বিরুধী জোট এর সদস্য সংগঠন উশিকা সমাজকল্যাণ সংস্থা এর আয়োজনে, বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ও বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ এর সহযোগিতায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান, নাটাবের পোগ্রাম অফিসার রবিউল ইসলাম, এবং উশিকার কর্মকর্তা কর্মচারী গন, অবস্থান কর্মসূচি পালন শেষে যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ করেন উশিকার সভাপতি আব্দুল কুদ্দুস, তাকে সহযোগিতা করেন নাটাবের পোগ্রাম অফিসার রবিউল ইসলাম। এদিকে ২ রা জুন রোজঃ সোমবার উশিকা সমাজকল্যাণ সংস্থা এর সভাপতি আব্দুল কুদ্দুস, তামাকজাত দ্রব্যের মোড়কে উল্লেখিত দামে বিক্রয় নিশ্চিত কারণে কার্যকর পদক্ষেপ গ্রহনের অনুরোধ জানিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এর বরাবরে স্বারক লিপ প্রদান করেন।