টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট, মসিক মেয়র টিটু
-
Reporter Name
- Update Time : ১২:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
- ১২৮ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাস্তা, টিউবওয়েল, ল্যাট্রিন সহ বিভিন্ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
আজ রবিবার (০৬ নভেম্বর ২০২২) তারিখ বিকেল ৪ টায় রঘুরামপুর এলাকায় এ উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনকৃত কাজসমূহের মধ্যে রয়েছে ১.২ কিলোমিটার রাস্তা, ১ টি কমিউনিটি ল্যাট্রিন, ৪ টি টিউবওয়েল, ৪ টি সাবমার্সিবল এবং ১ টি বাথরুম। এসব কাজের মোট ব্যায় সাড়ে ২৬ লক্ষ টাকা।
এ সময় মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এসব এলাকায় অবকাঠামো নির্মাণ, প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা ইত্যাদি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়নে লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আমরা সচেষ্ট আছি।
উদ্বোধনকালে ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শাহজাহান মনির, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, টাউন ম্যানেজার হেনা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।