চর বড়বিলা দারুস সুন্নাহ্ হাফিজিয়া ও মহিলা মাদরাসা এর বার্ষিক ইসলামী সম্মেলন
-
Reporter Name
- Update Time : ০১:০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- ১৪৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ:
আজ মঙ্গলবার (০২ অক্টোবর ২০২২) তারিখ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ৬নং ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা এলাকায় দারুস সুন্নাহ্ হাফিজিয়া ও মহিলা মাদরাসা এর বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতীব, জামিয়া ফয়জুর রহমান (রহঃ) এর প্রিন্সিপাল আল্লামা আব্দুল হক (দা.বা.) এর সভাপতিত্বে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিব ও জামিয়া আশরাফিয়া খাগডহর এর প্রিন্সিপাল আল্লামা তাজুল ইসলাম কাসেমী (দা.বা.) এর সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা এস.এম ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামিয়া লোকমানিয়া মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া পলাশ, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সোহাগ।
ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদীস মহিলা মাদরাসা) এর অধ্যক্ষ মুফতী নূরে আলম সিদ্দিকী ও ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা শওকত উসমান এর পরিচালনায় ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম জামালীসহ দেশ বরেন্য উলামায়ে কেরামগণ কুরআন হাদিসের আলোকে দ্বীনি আলোচনা করেন।
উক্ত ইসলামি মাহফিলে দারুস সুন্নাহ্ হাফিজিয়া ও মহিলা মাদরাসা এর হিফয বিভাগের কুরআন খতমী ০১জন ছাত্রকে সম্মানের সাথে মাথায় পাগড়ী পড়িয়ে দেয়া হয়। এ ছাড়াও তার অভিভাবককেও বিশেষ সম্মানা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ (জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড) এর অধীনে বোর্ড পরীক্ষায় ৭জন ছাত্রী উত্তীর্ণ হওয়ায় তাদেরকে পুরুষ্কার প্রদান করা হয়।
দারুস সুন্নাহ্ হাফিজিয়া ও মহিলা মাদরাসা এর প্রিন্সিপাল মুফতী শামসুল ইসলাম সাহেব বলেন সফল ভাবে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাওয়াতী সকল দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত বয়ান পেশ করেন। এসময় অত্র এলাকাসহ আশপাশের এলাকার মুসল্লীগণ মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি আলোচনা শ্রবণ করেন।