Hi

ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চরাঞ্চলে ৫ টাকায় মিলছে ফুলকপি

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৬০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
কিছু দিন আগেও যে ফুলকপির দাম ছিল ৩০থেকে ৪০ টাকা, তা-ই এখন বিক্রি হচ্ছে ৫ টাকায়! এখনো পুরোপুরি ভাবেই আসতে শুরু করেনি শীতকালীন সবজি ফুলকপি। আগাম জাতের কিছু ফুলকপি বাজারে আসতে শুরু করলেও পাওয়া যাচ্ছে না কাঙ্খিত দাম। আর কাঙ্খিত দাম না পাওয়ায় চরম হতাশা আর দুঃশ্চিন্তায় ভুগছেন চাষীরা। এমনটাই জানান আগাম ফুলকপি চাষি কয়েকজন।

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের বোররচর ও পরানগঞ্জ দুইটি ইউনিয়নে ফুলকপি বেশি চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের দুইটি ইউনিয়নে কয়েকটি গ্রামে আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে চক শ্র‍্যামরামপুর,চর শ্রীকলদী, ফদিয়ার চর,সহ বোররচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামগুলোতে ফুলকপি চাষ হয়েছে।

এলাকার কৃষক মাহাবুব জানান, এবার তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। ফুলকপি গ্রামগঞ্জের আশপাশের হাট-বাজারে এখন ৫ টাকায় খুরচা বিক্রি হচ্ছে। সবজি চাষিরা জানান খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।

দুইটি ইউনিয়নে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দেয়ায় মৌসুমের শুরুতেই মাথায় হাত পড়েছে চরাঞ্চলের কৃষকদের। ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানিয়েছেন,উপজেলা কৃষি অফিস থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না। চক শ‍্যামরামপুর এলাকার কৃষক বাহাদুর আলী বলেন আমরা কষ্টে উৎপাদিত ফুলপপি-সবজির মূল্য পাচ্ছেন না। কিছুদিন আগে বৃষ্টির কারণে ফুলকপি, বেগুন, মরিচ, চাষে বিপর্যয়ে চাষিরা কিন্তু এই বিপর্যয়ে কৃষি বিভাগ কৃষকের পাশে দাঁড়ায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালন শেষে যাত্রিদের মাঝে লিফলেট বিতরণ করেন -আব্দুল কুদ্দুস

চরাঞ্চলে ৫ টাকায় মিলছে ফুলকপি

Update Time : ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
কিছু দিন আগেও যে ফুলকপির দাম ছিল ৩০থেকে ৪০ টাকা, তা-ই এখন বিক্রি হচ্ছে ৫ টাকায়! এখনো পুরোপুরি ভাবেই আসতে শুরু করেনি শীতকালীন সবজি ফুলকপি। আগাম জাতের কিছু ফুলকপি বাজারে আসতে শুরু করলেও পাওয়া যাচ্ছে না কাঙ্খিত দাম। আর কাঙ্খিত দাম না পাওয়ায় চরম হতাশা আর দুঃশ্চিন্তায় ভুগছেন চাষীরা। এমনটাই জানান আগাম ফুলকপি চাষি কয়েকজন।

ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের বোররচর ও পরানগঞ্জ দুইটি ইউনিয়নে ফুলকপি বেশি চাষ হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের দুইটি ইউনিয়নে কয়েকটি গ্রামে আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে চক শ্র‍্যামরামপুর,চর শ্রীকলদী, ফদিয়ার চর,সহ বোররচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামগুলোতে ফুলকপি চাষ হয়েছে।

এলাকার কৃষক মাহাবুব জানান, এবার তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। ফুলকপি গ্রামগঞ্জের আশপাশের হাট-বাজারে এখন ৫ টাকায় খুরচা বিক্রি হচ্ছে। সবজি চাষিরা জানান খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।

দুইটি ইউনিয়নে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দেয়ায় মৌসুমের শুরুতেই মাথায় হাত পড়েছে চরাঞ্চলের কৃষকদের। ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানিয়েছেন,উপজেলা কৃষি অফিস থেকে আর্থিক সাহায্য পাচ্ছেন না। চক শ‍্যামরামপুর এলাকার কৃষক বাহাদুর আলী বলেন আমরা কষ্টে উৎপাদিত ফুলপপি-সবজির মূল্য পাচ্ছেন না। কিছুদিন আগে বৃষ্টির কারণে ফুলকপি, বেগুন, মরিচ, চাষে বিপর্যয়ে চাষিরা কিন্তু এই বিপর্যয়ে কৃষি বিভাগ কৃষকের পাশে দাঁড়ায়নি।