চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন
-
Reporter Name
- Update Time : ০৯:৪২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২
- ১০৭ Time View

মুসা ইবনে হোসাইন বিপ্লব, কক্সবাজারঃ-
সদ্য প্রয়াত চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান চৌধুরী’র আকস্মিক মৃত্যুতে চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।
পুনর্গঠিত কমিটিতে এনামুল হককে আহ্বায়ক, অধ্যাপক ফখরুদ্দিন ফরাজীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া অধ্যক্ষ এসএম মঞ্জুর ও সাইফুল ইসলাম সাবুকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।
তিনি জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর সদ্য গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মৃত্যুবরণ করেন। একারণে কমিটির পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটির নেতৃবৃন্দকে শাহজাহান চৌধুরীর শূন্যতা পূরণ করে দলের কার্যক্রম গতিশীল ও সুসংগত করার জন্য জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ দিয়েছেন।