খাগড়াছড়ি পুনাক সভানেত্রীর রেহানা ফেরদৌসীর পক্ষ থেকে অসহায় ও ভবঘুরে মানুষের মাঝে উন্নত খাবার বিতরণ
-
Reporter Name
- Update Time : ০২:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- ৮১ Time View

মনির উদ্দিন মুন্না খাগড়াছড়ি প্রতিনিধি ::
খাগড়াছড়িতে পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী’র উদ্যোগে, খাগড়াছড়ি পুনাক পরিবারের এর পক্ষ থেকে খাগড়াছড়ি এর পথে প্রান্তে অসহায় ও ভবঘুরে মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
জেলা শহরে ছিন্নমূল, বাস্তুহারা, দুঃস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষদের মাঝে খাবার বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার রাত ১২:১ মিনিটে (০৪ এপ্রিল )খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শহরে পৌর এলাকার বিভিন্ন স্পটে ছিন্নমূল, অসহায়, দুঃস্থ ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসী।
পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) খাগড়াছড়ি জেলা সভানেত্রী মিসেস রেহানা ফেরদৌসী বলেন, খাগড়াছড়ি পুনাক আত্মমানবতার সেবায় সব সময় ও বিভিন্ন দুর্যোগের মধ্যে খাগড়াছড়ি পুনাক বিপন্ন মানুষের কল্যাণে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে পুনাক। এরই ধারাবাহিকতায় পাহাড়ের ছিন্নমূল, পথ শিশু, বাস্তুহারা, দুঃস্থ,পাগল ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন – খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুল ইসলাম ও পুনাক সদস্য বৃন্দ