খাগড়াছড়িতে অবৈধ মাদকদ্রব্য পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন
-
Reporter Name
- Update Time : ০৫:৫৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- ১১৪ Time View

শারমিন সরকার বৃষ্টি খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ::
খাগড়াছড়িতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে পৌর টাউন হল থেকে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি বের করে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মাদকবিরোধী আলোচনা সভায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ.কে. এম. দিদারুল আলম প্রমূখ।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে আহ্বান জানান, মাদকদ্রব্য’কে না বলুন। সুন্দর জীবন গড়ুন। মাদক সমাজ ও নতুন প্রজন্মকে অসুস্থ করে দেয়। মাদকদ্রব্য সেবনে জাতির মেধাশক্তিকে ধ্বংস করে দেয়। আর তাই স্মার্ট জাতি বিনির্মানে মাদক সেবন থেকে দূরে থাকতে আহ্বান জানান বক্তারা।