“এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ সহ বিভিন্ন ডোবা, খাল, নালা থেকে কচুরিপানা অপসারণ
-
Reporter Name
- Update Time : ১২:০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- ১৪৩ Time View

মোঃ শাহ্ জালাল ফরিদপুর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কুমার নদ সহ বিভিন্ন ডোবা, খাল, নালা থেকে কচুরিপানা অপসারণ অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় নগরকান্দা পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় একটি পরিত্যক্ত পুকুর থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করে নগরকান্দা উপজেলা প্রশাসন।
প্রথম দিনে কচুরিপানা অপসরণ কার্যক্রমে উপজেলার বিভিন্ন স্তরের প্রায় দুইশতাধিক লোক অংশ নেয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন, আওয়ামী লীগ নেতা টিপু মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির সহ বিভিন্ন স্তরের জনগণ