অগ্রগামী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র উপহার
-
Reporter Name
- Update Time : ০৫:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
- ১৩৩ Time View

শিপন রানা ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াল অগ্রগামী উন্নয়ন সংস্থা (এডিএস)। সোমবার বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, দুস্থ, নিম্ন আয়ের মানুষ,মসজিদের ইমাম,হাফিজি- কওমী মাদ্রসার ছাত্রদের মাঝে ২২৯ টি কম্বল বিতরণ করেন ।
শীতবস্ত্র উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আতিকুর রহমান খান(রিটু মেম্বার),
সদস্য ৭নং ওয়ার্ড, ২ নং মেদুয়ারী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন
ব্যবস্থাপনা পরিচালক গ্রীন অরণ্য পার্ক,ভালুকা, ময়মনসিংহ। ও
দাতা সদস্য অগ্রগামী উন্নয়ন সংস্থা (এডিএস) ভালুকা।
বক্তব্য রাখেন,আল-মাদীন সরকার ইনাম,সম্মানিত সদস্য অত্র সংস্থা,
শরিফুল ইসলাম সুমন, সহ-সভাপতি অগ্রগামী উন্নয়ন সংস্থা(এডিএস) ভালুকা।
মাহফুজুর রহমান খান, সহকারী শিক্ষক বান্দিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়।
শিক্ষক,কবি ও সমাজকর্মী শফিকুল ইসলাম খান, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অগ্রগামী উন্নয়ন সংস্থা (এডিএস),ভালুকা,ময়মনসিংহ।।উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যসহ, অনুষ্ঠান পরিচালনা করেন ইমন তালুকদার সাগর। সাধারণ সম্পাদক অত্র সংস্থা।
আরো উপস্থিত থেকে সহযোগিতা করেন,সংস্থার সম্মানিত সদস্য জাহিদ খান, বিপুল মন্ডল, আল আমিন,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান মামুন বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনাদের অমানবিক কষ্টের ভাগ নিতেেই বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। অগ্রগামী উন্নয়ন সংস্থা সবসময় মানবিক কাজ করে আসছে। আমি অত্র প্রতিষ্ঠানের সাথে কাজ করে আনন্দিত।আগামী দিনগুলোতে ও আপনাদের সাথে থাকতে চাই।