শিরোনামঃ
-
Reporter Name
- Update Time : ০৮:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
- ৫২ Time View

কলরব
ফারিনা ইয়াসমিন
সময়ের ব্যবধানে,
ভুলে যেতে চাই আমি সব
দু’জনার ছিলো যতো কলরব।
প্রথম দেখা ভালোলাগা
আর দু’জনার প্রনয়,
ভুলে যাবো আমি
কেটেছিলো যতো মধুর সময়।
পড়ন্ত বিকেল আর নীল সন্ধ্যায়
মুখোমুখি বসে,চোখে চোখ রেখে
হারিয়ে যাওয়া কল্পনায়।
ভুলে যাবো সব আমি
তুমি আমি পাশাপাশি
দিগন্তের কাছাকাছি
মিশে গেছি নীলিমায়
ভালোবাসার মায়ায়।।
ভুলে যাবো আমি সব
ছিলো যতো কলরব।
হাতে হাত রেখে
একি সুরে গাওয়া,
ভালোলাগার শত গান
অকারণে হতো যতো
মান অভিমান।।
হঠাৎ যদি দেখা হয় আবার
চিরচেনা এই শহরের পথে
আসো যদি ফিরে কল্পনার রথে!
চোখে চোখ পড়ে যদি
ক্ষণিকের তরে!
ফিরিয়ে নিবো আমি আঁখি
অতি অকাতরে।
ভুল করে ছুঁয়ে যায় হাতে হাত যদি!
বহমান হতে দেবনা শান্ত এ নদী।
জানতে চাও যদি
কেমন আছি আমি?
বলবো তোমাকে ছাড়া
বেশ আছি আমি!
ততোদিনে হয়তো ভুলে যাবো সব
থেমে যাবে জীবনের সব কলরব।।
Tag :
কবিতা
জনপ্রিয়