শিরোনামঃ
-
Reporter Name
- Update Time : ০৩:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- ৫৫ Time View

.
.
.
.
.
.
.
.
.
.
“ছিন্ন মুকুল”
শারমিন আক্তার ছন্দা
এই যে,,,গেলো গেলো,,,কই যাবেন?
আসেন ভাই, বসেন ভাই, চলেন যাই,
আমি গাড়ির হেল্পার।।
এই যে আপু যাবেন কই?
সারাদিন হাঁক ডাক
থাকি না তো চুপচাপ,,,
আমি গাড়ির হেল্পার।।
ভাইজান ভাড়াটা?
দিতে চাই না খুচরা
কথা বলে তেছড়া
করি না তো রাগ বাক
আমি গাড়ির হেল্পার।।
ওস্তাদ ডানে প্লাস্টিক!!
কর্নার আপু ভাড়াটা?
পেটের দায়ে করি কাজ
খাই না তো ভাত-মাছ,
শুধু খাই গালি
করি গাড়ির হেল্পারী।।
ওস্তাদ বায়ে মুড়ির টিন!!
আজ এখানে তো কাল ওখানে
ঠাঁই পাই যেখানে থাকি আমি সেখানে,
করে না কেউ আদর
কেউ বলে বাদর,
নেই মনে কষ্ট
সদা মুখে হাসি
করি গাড়ির হেল্পারী,,
করি আমি গাড়ির হেল্পারী।।
Tag :
কবিতা
জনপ্রিয়