ময়মনসিংহে ১নং পুলিশ ফাড়ির অভিযানে ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ; মদ উদ্ধার
-
Reporter Name
- Update Time : ০৩:০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- ১৫০ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাড়ির ইনচার্জ আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ মাসুদ (৪১)কে গ্রেফতার করে। ধৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ২০ (বিশ) লিটার দেশীয় মদ আজ সন্ধায় নগরীর গাঙ্গিনা পাড় এলাকা হতে উদ্ধার করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পাইয়া বর্নিত ধৃত আসামী পলায়নের চেষ্ঠা কালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরোক্ত আসামীকে ধৃত করেন।
অভিযানে অংশ নেয় এস আই ফারুক আহম্মেদ ও এএসআই (নিঃ) আল আমীন, ১নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী মডেল থানা, জেলা- ময়মনসিংহদের উপস্থিতে ধৃত মোঃ মাসুদ (৪১) এর ডান হাত ও বাম হাত হইতে 0২ টি সাদা প্লাষ্টিকের কন্টিনার যাহার প্রতিটির ভিতরে ১০ লিটার করে মোট ২০(বিশ) লিটার দেশীয় মদ, ধৃত আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে পাইয়া জব্দ তালিকা প্রস্তুত করিয়া জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নেয়।
ধৃত আসামী, জব্দকৃত আলামত ও জব্দ তালিকা নিজ হেফাজতে নেই। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামী বিক্রয়ের উদ্দেশ্যে নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় মদ নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর ২৪(খ) ধারায় অপরাধ করিয়াছে। গ্রেফতারকৃত আসামীকে নিয়া আরো মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। মামলার প্রস্তুতি চলছে।