Hi

ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৭

  • Reporter Name
  • Update Time : ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
  • ১২৬ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত)এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৪ আগষ্ট ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এরই মাঝে এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হইতে চুরি মামলায় আসামী ১।মোঃ আপেল মাহমুদ(২৮), পিতা-মোঃ আকবর আলী, মাতা-মোছাঃ লেবুজা খাতুন, সাং-খলিশকুড়ি, বাদেচান্দি, ডাকঘর-চক বেলতৈল, থানা-জামালপুর, সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করতঃ আসামীর হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া একটি ব্যাটারী চালিত অটো মিশুক যাহার রং লাল, চেচিস নং-XGDS20201101459, লাইসেন্স নং-১৫৫৫, যাহার মূল্য অনুমান ১,১০,৫০০/-(এক লক্ষ দশ হাজার পাঁচশত)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান রিচালনা করিয়া অত্র থানাধীন মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড, মনিরের বাসা হইতে নারী ও শিশু নির্যাতন যৌতুক মামলায় আসামী ১।বাদশা আলমগীর (৩৫), পিতা-মীর আহমেদ শিকদার, সাং-রিজাভ বাজার পুরাতন পাড়া, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, এপি/সাং-মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল, মনিরের বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। রুবিলা আক্তার(৩০), স্বামী-রঞ্জু মিয়া, পিতামৃতঃ জহর আলী, মাতা-হালিমা আক্তার, সাং-চর রঘুরামপুর, ৩৩নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এ ছাড়াও এসআই উজ্জল সাহা, এএসআই আলামিন, জামাল, ইকবাল প্রত্যেকে ০১টি করে জিআর তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন।
১। মোঃ নাঈম, পিতামৃতঃ হেলাল উদ্দিন, সাং-৩০/খ, কেসি রায় রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। মোঃ ফারুক হোসেন, পিতামৃতঃ আনোয়ার হোসেন, সাং-৩৩/এ নাটকঘরলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৩। আমজাদ হোসেন, পিতা-মোঃ জুলহাস উদ্দিন, সাং-৪/১ ভাটিকাশর, আঃ গফুরের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৪। আমজাদ হোসেন, পিতা-মোঃ জুলহাস উদ্দিন, সাং-৪/১ ভাটিকাশর, আঃ গফুরের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

আখতারুল আলম ফারুক দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত হওয়ায় ও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন-শাহীনুর মল্লিক জীবন

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার -০৭

Update Time : ১১:৩৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত)এর দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ বুধবার (২৪ আগষ্ট ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এরই মাঝে এসআই (নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন রহমতপুর বাইপাস এলাকা হইতে চুরি মামলায় আসামী ১।মোঃ আপেল মাহমুদ(২৮), পিতা-মোঃ আকবর আলী, মাতা-মোছাঃ লেবুজা খাতুন, সাং-খলিশকুড়ি, বাদেচান্দি, ডাকঘর-চক বেলতৈল, থানা-জামালপুর, সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করতঃ আসামীর হেফাজত হতে বাদীর চোরাই যাওয়া একটি ব্যাটারী চালিত অটো মিশুক যাহার রং লাল, চেচিস নং-XGDS20201101459, লাইসেন্স নং-১৫৫৫, যাহার মূল্য অনুমান ১,১০,৫০০/-(এক লক্ষ দশ হাজার পাঁচশত)টাকা উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান রিচালনা করিয়া অত্র থানাধীন মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল রোড, মনিরের বাসা হইতে নারী ও শিশু নির্যাতন যৌতুক মামলায় আসামী ১।বাদশা আলমগীর (৩৫), পিতা-মীর আহমেদ শিকদার, সাং-রিজাভ বাজার পুরাতন পাড়া, থানা-রাঙ্গামাটি সদর, জেলা-রাঙ্গামাটি, এপি/সাং-মাসকান্দা জেলা পরিষদ হাইস্কুল, মনিরের বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানা এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। রুবিলা আক্তার(৩০), স্বামী-রঞ্জু মিয়া, পিতামৃতঃ জহর আলী, মাতা-হালিমা আক্তার, সাং-চর রঘুরামপুর, ৩৩নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এ ছাড়াও এসআই উজ্জল সাহা, এএসআই আলামিন, জামাল, ইকবাল প্রত্যেকে ০১টি করে জিআর তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন।
১। মোঃ নাঈম, পিতামৃতঃ হেলাল উদ্দিন, সাং-৩০/খ, কেসি রায় রোড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। মোঃ ফারুক হোসেন, পিতামৃতঃ আনোয়ার হোসেন, সাং-৩৩/এ নাটকঘরলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৩। আমজাদ হোসেন, পিতা-মোঃ জুলহাস উদ্দিন, সাং-৪/১ ভাটিকাশর, আঃ গফুরের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ৪। আমজাদ হোসেন, পিতা-মোঃ জুলহাস উদ্দিন, সাং-৪/১ ভাটিকাশর, আঃ গফুরের বাসা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।