ময়মনসিংহে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবি’র কার্ড হোল্ডারদের মধ্যে আটা ও চাল বিতরণ
-
Reporter Name
- Update Time : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- ১৩০ Time View

গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহ।
আজ বৃহস্পতিবার (০১ আগষ্ট ২০২২) তারিখ সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে সারাদেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবি’র কার্ড হোল্ডারদের মধ্যে আটা ও চাল বিতরণ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় ময়মনসিংহে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক-এর সভাপতিত্বে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়না আহমেদ, যুগ্মসচিব, খাদ্য মন্ত্রণালয়। আরও উপস্থিত ছিলেন জনাব ইকবাল বাহার চৌধুরী, জেলা খাদ্য নিয়ন্ত্রক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মহৎ উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে ন্যায্য মূল্যে চাল কিনতে আসা উপকারভোগী মানুষের উদ্দেশ্য তিনি এ মহতী উদ্যোগের বিষয়ে প্রচার করারও আহবান জানান। একই সাথে ডিলারদের নিয়ম নীতি মেনে বিক্রয় করার পরামর্শ দেন।