ময়মনসিংহের সদরে ৫৫টি পরিবার পেল স্বপ্নের ঠিকানা
-
Reporter Name - Update Time : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
- ২৬৩ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ৫৫ পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’- এই স্ল্লোগানে সরকারি খাস জমিতে তাদের জন্য সরকারিভাবে ৫৫টা ঘর নির্মাণ করে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই ২০২২) তারিখ বেলা ১১টার দিকে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের ভিডিও কনফারেন্সে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে গৃহহীন পরিবারের হাতে এ দলিল তুলে দেয়া হয়।উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
এসময় দলিল ও ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান,ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আশ্রব আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।

















