ময়মনসিংহ সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
-
Reporter Name
- Update Time : ১২:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- ১০৫ Time View

নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসকল উপকরণ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
এসময় উপজেলার ২৭৯৫ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মূগ, মসুর ও খেসারী বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-মামুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তালহা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু সাদেক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপসহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ প্রমুখ।