ময়মনসিংহে পুলিশের অভিযানে মটরসাইকেল ও ৬০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক
-
Reporter Name
- Update Time : ০৮:৪৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- ৯১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার (০৬ এপ্রিল ২০২৩) তারিখ রাতে মোটর সাইকেলে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় স্বামী-স্ত্রীকে ৬০ বোতল ফেনসিডিলসহ একটি মোটরসাইকেল আটক করেছে।
জানা গেছে, ময়মনসিংহ কোতোয়ালী থানার এসআই মিনহাজ, এসআই নিরুপম নাগ, এএসআই সুজন সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন কং মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে যানবাহন চেকিংয়ের সময় অত্র থানাধীন চকছত্রপুর গুদারাঘাট অবস্থান করে চেকপোষ্ট করা কালীন সময়ে মোটরসাইকেল যোগে স্বামী-স্ত্রীকে যাওয়ার সময় মোটরসাইকেল দাঁড়ানোর সংকেত দেয়।
পরবর্তী তাদের চেক করা হলে বাদল চৌধুরী ওরফে টুন্ডা বাদল (৫৫) রুমা আক্তার ইতি (২৫), এর কাছ থেকে ও অভিনব কায়দায় মটর সাইকেলের সীটের নিচে ও তেলের ট্যাংকির নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায় এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।