ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
-
Reporter Name
- Update Time : ০৭:৪৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ১৮ Time View

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুরে ৮ কেজি গাঁজাসহ জীবন মিয়া (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ময়মনসিংহের একটি চৌকস টিম ফুলপুর উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ফুলপুর থানার ওসি আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে, মঙ্গলবার (১৭ জুন) মাদকের বিরুদ্ধে আরেকটি পৃথক অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড ও ১ জনকে ৩ মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ওই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাক