ফুলপুরে মুচি সম্প্রদায়ের খোঁজখবর নিলেন ওসি আব্দুল্লাহ আল মামুন
-
Reporter Name
- Update Time : ০১:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
- ১৩০ Time View

ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে মুচি সম্প্রদায়ের খোঁজখবর কেউ রাখেনা। এরা সকলেই নিম্নশ্রেণীর পেশাজীবি মুচি সম্প্রদায় গরীব মানুষ। হঠাৎ তাদের দিকে নজর পড়ল ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের। তিনি বুধবার দুপুরে বাসষ্ট্যান্ডে কাজ করা নিম্নশ্রেণীর পেশাজীবি মুচি সম্প্রদায় গরীর লোকদের থানা ভবনে ডেকে নিয়ে খোঁজখবর নেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় এসআই মনোয়ার হোসেন, এসআই জাহিদ হাসানসহ পুলিশের অন্যান্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ইচ্ছা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে সচরাচর এদের খোঁজ নেওয়া হয়ে ওঠে না। আজ হঠাৎ মনে হলো তাদের একটু খোঁজ-খবর নেই। পরে তাদের আমার অফিসে ডেকে এনে পাশে বসিয়ে পরিবারের খোঁজখবর নিলাম।
তিনি আরও বলেন, এসব নিম্ন শ্রেণির অনেকের ছেলে মেয়েরাই বিভিন্ন ক্লাসে পড়ছে। আলাপচারিতায় জানতে পারলাম একজনের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে একজন এইচএসসি, আরেক জন বিএ পড়ালেখা করে। তারা সবাই চায় তাদের ছেলে মেয়েরা পড়ালেখা করে প্রতিষ্ঠিত হোক,তাদের চেয়ে উন্নত হোক। কিন্তু আর্থিক সংকটের কারণে তারা অনেকেই বেশি দূর এগোতে পারে না। এসব নিম্ন শ্রেণির মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের উচ্চবিত্তদের প্রতি আহ্বান জানান ওসি আব্দুল্লাহ আল মামুন ।