ভালুকায় উচ্চ মাধ্যমিক সমাপনীতে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ
-
Reporter Name
- Update Time : ০৫:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- ১১৬ Time View

ভালুকা প্রতিনিধি:
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কীমের আওতায় ২০২২-২৩ সালের “ ময়মনসিংহের ভালুকায় ৩১জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপনীতে প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা সহকারি অধ্যাপক ড. হারিছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক লাভলী আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, অভিভাবক এবং পুরুষ্কার প্রাপ্ত শিক্ষার্থীরা।