ভালুকায় বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার
-
Reporter Name
- Update Time : ০৮:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- ১১ Time View

মোঃ আকাশ আহমেদ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গ্রীন অ্যান্ড ক্লীন ভালুকা গড়ার প্রত্যয়ে এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন। শিল্পাঞ্চল ভালুকায় পরিবেশবান্ধব এ কর্মসূচিতে ব্যাপকভাবে উপকৃত হবেন স্থানীয়রা। আরও বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
রবিবার ৫ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের জেলা প্রসাশক মুহিদুল আলমের সভাপতিত্বে,উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল মাহমুদের এর সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির সাইফুল্লাহ পাঠান ফজলু, উপজেলা বি এনপির যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, রুহুল আমীন । পৌর বি এনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ভালুকা প্রসক্লাবের সদস্য আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।