ভালুকায় শারদীয় দুর্গা পুজাঁ পরিদর্শন করেন বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হোসেন
-
Reporter Name
- Update Time : ০২:০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- ১৮ Time View

জিএম, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় মহা অষ্টমী শারদীয় দুর্গাপূজা এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বিরুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হোসেন। বুধবার সন্ধ্যায় বিরুনীয়া ইউনিয়নে বাঙালি হিন্দু সম্প্রদায়ের এই বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা নিয়ে ভালুকা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেন সাবেক জাসাস কেন্দ্রীয় নেতা ও বিরুনিয়া ইউনিয়নের সফল চেয়ারম্যান শামসুল হোসেন । ভক্তগণ এবং দর্শনার্থীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা বার্তা পোঁছে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এখানে উৎসবের আনন্দ ভাগ করতে এসেছি।” এই দুর্দান্ত ধর্মীয় উৎসব, দুর্গাপূজা সম্পর্কে তিনি আরো বলেন, এটি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ সময় সফরসঙ্গী সহ উপস্থিত ছিলেন বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকদলের ভারপ্রাপ্ত আহবায়ক আশিকুর রহমান রিগ্যান, বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক (সাক্ষরপ্রাপ্ত)নাজমুল বানিয়া নাজু,বিরুনীয়া ইউনিয়ন শ্রমিকদল নেতা এনামুল হক,ছাত্রদলের সহ সভাপতি আলামিন, সেচ্ছাসেবকদল নেতা আসাদুল হক, ওয়ার্ড বিএনপি নেতা আজাদ ঢালী, যুবদল নেতা রুহুল আমিন, বিএনপি নেতা আমির বানিয়া,তুতা মিয়া,ইব্রাহিম ইবিরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।