-
Reporter Name
- Update Time : ১০:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- ২৫ Time View

স্বামীর বাড়ি
শামীম হাসান
আরে আরে, একি !!
এখনো রান্না বাকি ?
নয়টা প্রায় গেলো বেজে
যেতে হবে আমায় কাজে
সংসারে কি আছে মন ?
শুয়ে আছো এতক্ষন ।
বলছি কি শুনো একবার,
পুড়ে যাচ্ছে গা’টা আমার ।
গায়ে আমার বড্ড জ্বর,
একটা বারও নিলেনা খবর?
চুলোর পাশে থাকলে পরে,
গায়ে জ্বর আসতেই পারে ।
এটা কোনো বিষয় নয়,
একটু আধটু এমন হয় ।
এই নাও দিচ্ছি জল,
খেয়ে নাও প্যারাসিটামল ।
তবুও রান্না করো তাড়াতাড়ি ,
নয়লে অফিস হবে দেরি ।
বন্ধ করে তালবাহানা,
ব্যবস্থা করো খানাপিনা ।
কই গো বউ মা আমার,
খেয়াল কি আছে তোমার ?
গোড়ালি থেকে মাথা,
সারা গায়ে বাতের ব্যাথা ।
কে দিবে শুনি ?
একটু গরম পানি ।
কে রাখে আমার খেয়াল ?
সংসারে মন আছে আজকাল?
কই গো ভাবি আমার ,
তোমায় যে খুব দরকার ।
পাকিয়ে দাও চুলের বেণী ,
স্কুলে যেতে হবে এক্ষুনি ।
যদি না যাই সেঁজেগুজে,
দেখতে আমায় লাগবে বাজে ।
শুনেন ওগো স্বামী,
বলছি কি আমি ।
বাবা মা’র কথা মনে পড়ে,
দুচোখ যে জলে ভরে ।
অনেক দিন তো হলো পার,
যাওয়া হয়নি একটি বার ।
অনুমতি পেলে পরে,
বাপের বাড়ি আসতাম ঘুরে ।
বন্ধ করে এই প্যাঁচাল ,
দাও দেখি ভাত-ডাল ।
তোমার এই গুণী হাতে,
এমন রান্না হলো তাতে ।
অর্ধ-সিদ্ধ রান্না ভাতে ,
পানি খেলাম পেট ভরাতে ।
তোমায় নিয়ে হলো টেনশন ,
সংসারেতে দাও পারলে মন ।
মাথায় শুধু ঘুরাঘুরি ,
যেতে হবে বাপের বাড়ি ।
সারাদিন উঁনুনে থাকি পড়ে ,
আগুনে মরি পুড়ে পুড়ে ।
তবুও যদি ভুগি রোগে,
সবাই যেনো থাকে রেগে ।
উনিশ বিশ হলে পরে,
সবাই কত ভুল ধরে ।
সবার কাজে প্রয়োজন ,
নইকো তবুও প্রিয়জন ।
বক বক বন্ধ করো আগে,
মেজাজ কিন্তু রাগে ।
জানি সবি জানি ,
তুমি যে কত গুণী ।
বিয়ের আগে মধুর বাণী,
বানিয়ে রাখবে মহারাণী ।
সংসারের হাল যাই টানি ,
তবুও শুনি হাজার বকুনি ।
ভালো কাজেও হয় বদনাম,
স্বামীর ভাতের এতই দাম ।
বিয়ের পর বুঝি হয় এমন,
স্বামীর ঘরে বন্দি জীবন ।
শুনতে হয় ঝাড়িঝুড়ি ,
এই হলো স্বামীর বাড়ি ।