সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ৪৯৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
Reporter Name
- Update Time : ০৪:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- ১৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাব-১২, সদর কোম্পানির বিশেষ অভিযানে ৪৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের নির্দেশনায় সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কামারখন্দ থানার ভারাঙ্গা সাকিনস্থ মৃত কামরুল ইসলামের বাড়ির সামনে কড্ডা টু জামতৈল পাকা সড়কে একটি ভ্যানে অবস্থানরত অবস্থায় আসামিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম— মোঃ আব্দুর রহিম ওরফে সুইট (৩৭), পিতা: মোঃ কামরুজ্জামান, সাং-কানসোনা, পোস্ট-সলপ, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ। তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ছাড়াও মাদক কেনাবেচায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ৫৬৮০ টাকা জব্দ করা হয়েছে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তিনি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। ঘটনার পর আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানায়, সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।“র্যাবকে তথ্য দিন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।”