মোঃ আকাশ আহমেদ, ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে অবস্থিত সিডস্টোর আর্কিটেক্ট এম.এ হোসাইন কলেজে জাপানি ভাষা শিক্ষা,সংস্কৃতি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক একটি গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে অ্যান্ড কে কর্পোরেশন(জাপান)এর পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাগামি ইন্টারন্যাশনাল একাডেমি-র প্রতিনিধি মিনোরি ইয়ামাদা।
সেমিনারের সভাপতিত্ব করেন ওব্লিগস কোম্পানি লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আরিফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন:ওব্লিগস একাডেমির পরিচালক ও আনন্দ মোহন কলেজ,ময়মনসিংহ-এর প্রভাষক আবদুল কাদের।
ওব্লিগস কোম্পানি লিমিটেড (জাপান) এর ম্যানেজিং ডিরেক্টর এবং ওব্লিগস একাডেমির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম।
সেমিনারে বক্তারা জাপানি ভাষা শেখার গুরুত্ব,জাপানে উচ্চশিক্ষার সুযোগ,কর্মসংস্থান এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের জন্য জাপানে পড়াশোনা ও কাজ করার বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান,ভবিষ্যতে স্থানীয় শিক্ষার্থীদের জন্য এমন কার্যকর ও দিকনির্দেশনামূলক কর্মশালা আরও আয়োজন করা হবে,যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে গড়ে তুলতে পারে।