ভালুকায় শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মোস্তফিজুর রহমান মামুন
-
Reporter Name
- Update Time : ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- ১৫ Time View

মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোস্তফিজুর রহমান মামুন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও পূজার শুভেচ্ছা পৌঁছে দেন।মোস্তফিজুর রহমান মামুন। এসময় তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের গর্ব। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি এখন সার্বজনীন উৎসব। আমরা চাই সবাই মিলে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকি।”
পূজামণ্ডপগুলোতে গিয়ে তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের খোঁজখবর নেন। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা ও বিএনপি নেতারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে এবার প্রায় শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে শোভামণ্ডিত প্রতিমা, আলোকসজ্জা ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।