শিরোনামঃ
পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুইজন শ্রমিকের মৃত্য
-
Reporter Name
- Update Time : ০৭:৪৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ১০২ Time View

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:— পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি ঘনেছে বৃহস্পতিবার ১৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বেড়া পোর মহল্লার দক্ষিনপাড়া এলাকায়। জানা যায়, দক্ষিনপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি টাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনা স্থলেই ২ নির্মান শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। নিহতরা হলেন, পৌর সদরের গাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) এবং এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন(২১)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থাণীয়রা বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে বরিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদরে পাঠিয়েছেন। ঘটনার সত্যাতা নিশ্চিত করে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানিয়েছেন এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউ ডি মামলা দায়ের হচ্ছে।
Tag :
পাবনা
জনপ্রিয়