আলফা কোচিং সেন্টারের পুরুষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০২:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- ১৫৫ Time View

মোঃ শফিকুল ইসলাম
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরে কুটুম বাড়ী কনভেনশন সেন্টারে আলফা কোচিং সেন্টারের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শনিবার (৩ জুন) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলফা কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হামিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম রেজা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের মাহাবুবুর রহমান ইকবাল, ডাচ-বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক খাদিমুল হক,প্রভাষক মো: খাইরুজ্জামান,কৃষকলীগে আহবায়ক একেএম মাসুদ আলম লিটন,শিক্ষক আনিছুর রহমান,শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন আফিফা মোবাসশিরাহ নুঝুম,সামুয়া নুসরাত প্রমুখ।সভা পরিচালনা করেন শিক্ষক ছাইফুল ইসলাম।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মকবুল হোসেন বলেন,শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দিবেন না।শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন থাকলেই পড়ালেখার ক্ষতি হয়।পড়ালেখার একমাত্র ক্ষতিকারক হাতিয়ার হলো মোবাইল।
ডাঃ সেলিম রেজা বলেন,আলফা কোচিং সেন্টারের এই সফলতাকে ধরে রাখতে হবে। প্রয়োজন ছাড়া মোবাইল হাতে নেওয়া যাবে না শিক্ষার্থীদের।শিক্ষার্থীদের ভালো স্বপ্ন থাকতে হবে।পড়ালেখা ঠিক রেখে অন্য কাজ করতে হবে।
মোঃ শফিকুল ইসলাম