অভিনয়
-
Reporter Name
- Update Time : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- ১২৭ Time View

খান কামরুল
মানুষ যাকে মন থেকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তাঁকে অন্য কারো পাসে সহ্য করতে পারে না,, সে যত বড়ো মহান কিংবা মহৎ মানুষ হোক না কেন। ভিতরে ভিতরে সে পুরবেই,,
আর যে বা যারা তাদের ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারে সে কখনও কাউকে ভালোবাসতেই পারে না।
আচ্ছা এই যে আপনি একজন মানুষকে এত্তো এত্তো ভালোবাসা দেখালেন মিথ্যা প্রতিশ্রুতি দিলেন,হাজারো স্বপ্ন দেখালেন, তারপর সেই মানুষটাকে অন্য কারো হাতে তুলে দিলেন,, আপনি কি বুকে হাত রেখে বলতে পারবেন সেই মানুষটা আপনাকে ছাড়া ঠিক কতটা ভালো আছে, আদৌ ভালো আছে কিনা,, সুখী হয়েছে কিনা আপনাকে ছাড়া।
খোঁজ নিয়ে দেখবেন সেই মানুষটা রোজ নিজের সাথে যুদ্ধ করে করে হাঁপিয়ে উঠছে,কেন জানেন? আপনার দেওয়া মিথ্যা ভালোবাসা মিথ্যা প্রতিশ্রুতি ভুলতে না পারার জন্য,, নিজের সবটা দিয়ে ভালোবাসার পরও তাঁকে না পাওয়ার যন্ত্রণা,,অন্য দিকে কাউকে ভালো না বেসেও তার সাথে ভালোবাসার অভিনয় করে সবটা মানিয়ে নিয়ে চলার চেষ্টা একজন মানুষকে তিলে তিলে শেষ করে দিতে পারে।
সবশেষে এটাই বলব,, কোনো মানুষ কে যদি ভালোবাসতে না পারেন সরাসরি বলে দিবেন, মিথ্যা ভালোবাসার নাটক করে,কাউকে অপশন হিসেবে ব্যবহার করবেন না।