ময়মনসিংহের বোররচরে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
-
Reporter Name
- Update Time : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
- ৩১১ Time View

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে ৩নং বোররচর ইউনিয়নের বোররচর পূর্ব কাচারী বাজার ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। এতে বোররচর ভাটিপাড়া বনাম মৃর্ধাপাড়া ফুটবল দল অংশ গ্রহণ করে।
উক্ত ফাইনাল খেলা বোররচর ইউনিয়ন চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সাব্বির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ আল আমিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। আজ খেলাধুলায় বিশ্বের কাছে মাথা উঁচু করে বলতে শিখিয়েছে আমাদের দেশের খেলোয়াড়েরা। আমরা আজ বলতে পারি বাংলাদেশের খেলোয়াড়েরাও পারে।জয় বাংলাদেশের জয়, জয় বঙ্গবন্ধুর জয়, জয় শেখ হাসিনার জয়, জয় ছাত্রলীগের জয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির বলেন আজ বাংলাদেশ শুধু উন্নয়ন নয় খেলাধুলাও এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলাধুলার জন্য আমাদের দেশে ভালো খেলোয়াড় গড়ে তুলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। আর আমরা সাকসেস হবো।
আজকের খেলায় বোররচর ভাটিপাড়া দল চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়নকে ৩২ ইঞ্চি একটি এল. ই. ডি টিভি পুরুষ্কার দেয়া হয়। রানার্সআপকে একটি ডিজিটাল সাউন্ড সিস্টেম পুরুষ্কার দেয়া হয়। অবশেষে উক্ত খেলায় পুরুষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন সভাপতি চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির।